মালয়েশিয়ায় অনুষ্ঠিত ক্যামেরা ফেয়ারে অংশ নিল SME tv কর্তৃপক্ষ

Global MSME Connection

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ক্যামেরা ফেয়ারে অংশ নিল SME tv কর্তৃপক্ষ
SME tv Desk | ১৫ জুন ২০২৫ | কুয়ালালামপুর

বাংলাদেশের একমাত্র এসএমই ও উদ্যোক্তা ভিত্তিক টেলিভিশন SME tv-এর একটি প্রতিনিধিদল সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত “Asia Camera & Visual Tech Fair 2025”-এ অংশগ্রহণ করেছে। এতে অংশগ্রহণের মাধ্যমে SME tv নিজেদের সম্প্রচার প্রযুক্তি, প্রোডাকশন ইকুইপমেন্ট এবং কনটেন্ট ক্রিয়েশন দক্ষতা আরও উন্নত করার দিকেই অগ্রসর হচ্ছে।

এই আন্তর্জাতিক মেলায় বিশ্বের ৪০টির বেশি দেশের মিডিয়া কোম্পানি ও ব্রডকাস্টিং টেকনোলজি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। SME tv এর পক্ষে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চাষী মামুন এবং টেকনিক্যাল অপারেশন প্রধান মি. এ্যালেন কারমান।

এ সময় তারা বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের ক্যামেরা, ড্রোন, লাইভ স্ট্রিমিং প্রযুক্তি, এবং স্টুডিও অটোমেশন সরঞ্জাম পরিদর্শন করেন এবং ভবিষ্যতে SME tv-এর জন্য প্রযুক্তি হস্তান্তর ও পার্টনারশিপ গঠনের বিষয়ে একাধিক আলোচনায় অংশ নেন।

চাষী মামুন বলেন,
“আমরা চাই বাংলাদেশে এসএমই ও উদ্যোক্তাদের কণ্ঠস্বর বিশ্বমানের মিডিয়া প্রযুক্তির মাধ্যমে তুলে ধরতে। এই মেলায় অংশগ্রহণ আমাদের জন্য অভিজ্ঞতা অর্জন ও নতুন প্রযুক্তি এক্সপ্লোরের বড় সুযোগ।”

ফেয়ারে SME tv “Content for Economic Inclusion” শীর্ষক একটি প্রেজেন্টেশন দেয়, যেখানে তারা বাংলাদেশের উদ্যোক্তাবান্ধব মিডিয়া পরিবেশ তৈরির প্রচেষ্টা তুলে ধরেন।

প্রতিনিধি দলের এ অংশগ্রহণ SME tv-এর আন্তর্জাতিক যোগাযোগ জোরদার ও আধুনিক সম্প্রচার প্রযুক্তি সংক্রান্ত ভবিষ্যৎ বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। /এসএমই টিভি